আজ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৬

  • বাংলা English
সদ্য :

☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে☉ আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!☉ আইনগত সহায়তা প্রদান আইন অবহিতকরণ ও উপজেলা কমিটির সক্রিয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত☉ সড়ক দুর্ঘটনায় কলেজ কলেজছাত্র নিহত☉ ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করায় মনির ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা☉ ৫২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা পেল নূরজাহান খলিল শিক্ষাবৃত্তি

পূর্ব সুন্দরবনে মধু উৎকোচ না পেয়ে মৌয়ালদের আটক করে নির্যাতন করেছে বনরক্ষীরা

পূর্ব সুন্দরবনে মধু উৎকোচ না পেয়ে মৌয়ালদের আটক করে নির্যাতন করেছে বনরক্ষীরা

আমিনুল ইসলাম সাগর, শরণখোলা থেকে: পূর্ব সুন্দরবনে চাহিদা মতো মধু উৎকোচ না পেয়ে নির্মম নির্যাতন চালিয়ে পাঁচ মৌয়ালকে আটকে রেখেছে বনরক্ষীরা। এরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল হাওলাদার (৩৫), সলেমান হাওলাদার (৩০), রফিকুল গাজী (৪০), আফজাল (৪৫) ও রসুলপুর গ্রামের বেল্লাল (২৮)। এসময় বনরক্ষীদের কাছে মৌয়ালদের জমা রাখা ৫০ মন মধু, ৩০ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় মালামাল ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে নেয় তারা।
শুক্রবার বিকেলে শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মোবাইল ফোনে খবর পেয়ে নির্যাতনের শিকার মৌয়ালদের স্বজনরা শরণখোলা প্রেসকাবে এসে ঘটনার বর্ণনা করেন।
তবে অভায়ারণ্যে প্রবেশ করে গোলপাতা ও জ্বালানি কাটার অভিযোগে মৌয়ালদের আটক করা হয়েছে বলে বন বিভাগের দাবী।
আটককৃতদের স্ত্রী সাবিনা ইয়াসমিন, নাছিমা বেগম, তাসলিমা বেগম ও খাদিজা বেগম মৌয়ালদের বরাদ দিয়ে বলেন, গত ১ এপ্রিল শরণখোলা ষ্টেশন থেকে ১৫ দিনের পারমিট নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরনে যায়। নিয়ম অনুযায়ী ১৫ এপ্রিল পারমিট নবায়নের জন্য ষ্টেশন থেকে বন বিভাগের একটি দল কোকিলমনি টহল ফাঁড়িতে যায়।
প্রতি বছরের ন্যায় ওই টহল ফাঁড়িতে আগে থেকে মৌয়ালরা তাদের আহরিত মধু, নিত্য প্রয়োজনীয় মালামাল ও টাকা জমা রাখেন এবং পুকুর থেকে পানি নিয়ে যান তারা। সেজন্য কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীদের এক কেজি করে মধু দিয়ে থাকেন মৌয়ালরা। কিন্ত এবার মৌয়ালদের কাছ দুই কেজি করে মধু দাবী করে বনরক্ষীরা। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বনরক্ষী রিয়াজ তার সহকর্মীদের নিয়ে মৌয়াল শহিদুলকে আটক করে বেধরক মারধর করতে থাকে। এ দৃশ্য দেখে সকল মৌয়ালরা মিলে তাকে উদ্ধার করার চেষ্টা চালায়। এ নিয় দ্ইু পক্ষের মধ্য হাতাহাতি হলে পার্শ্ববর্তী ষ্টেশনের কোষ্টগার্ড সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পরে বনরক্ষীরা মৌয়ালদের পাঁচ জনকে আটক করে পারমিট নিয়ে নেয় এবং তাদের হাত-পাঁ বেধে নির্যাতন করে। এমনকি আহতদের প্রাথমিক চিকিৎসা বা খাবার পর্যন্ত দেয়া হয়নি। উপরি বনরক্ষীদের কাছে জমা রাখা মৌয়ালদের মধু, নিত্য প্রয়োজনীয় মালামাল ও নগদ দেড় লাখ টাকা ফেরৎ না দিয়ে আত্মসাৎ করে নেয় বলে মোবাইল ফোন অভিযোগ করেন এক মৌয়াল।
এ ব্যাপারে জানতে চাইলে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: জয়নাল আবেদীন বলেন, মৌয়ালরা অভয়ারণ্যে প্রবেশ করে গোলপাতা ও জ্বালানি কাঠ কাটায় তাদেরকে আটক করে বন আইনে মামলা দেয়া হয়েছে। বিষয়টি আরো তদন্ত করে দেখা হবে।

Comments

comments

আরও পড়ুন

মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!
আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!
আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!