আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

  • বাংলা English
সদ্য :

☉ নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা☉ প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার☉ মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত☉ অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে

মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ

মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া-বড়মাছুয়া সওজ এর বেহাল সড়কের নিম্নমানের কার্পেটিং মেরামতের চার দিনের মাথায় গাড়ীর চাকার সাথে উঠে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা সড়কের পিচ-পাথর হাত দিয়ে তুলে ফেলেছে। রাতের আধারে সদ্য সমাপ্ত কাজের কার্পেটিংয়ের পিচ-পাথর হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ সিডিউল মাফিক কাজ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ব্যস্ততম ওই সড়কের মল্লিকবাড়ি বালু মহাল এলাকায় এ ঘটনা ঘটেছে। বেহাল সড়কটি প্রশস্ত করণের পর সড়ক ও জনপদ বিভাগের অবহেলায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে গত চার দিন আগে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করে।
এলাকাবাসির অভিযোগ, শনিবার দুপুরে মেরামতকৃত এ সড়কে ভারী যানবাহন চলাচল শুরু করলে গাড়ির চাকার সাথে পিচ-পাথর উঠে সড়ক পুনরায় বেহাল হওয়ার আশংঙ্কা দেখা দেয়। পরে স্থানীয়রা ও পথচারিরা সড়কে হাত দিয়ে টেনে তুলে দেখেন কার্পেটিংয়ের পিচ-পাথর উঠে আসছে। জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে নিম্নমানের কার্পেটিং কাজের জন্য ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া পাশর্^বর্তী শরণখোলাগামী ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরে খানা খন্দের সৃষ্টি হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। গত বছর বড়মাছুয়ার সাথে পাশর্^বর্তী বাগেরহাটের শরণখোলায় বলেশ^র নদীতে ফেরি সার্ভিস চালু হলে এ সড়কটি আরো ব্যস্ততম হয়ে পড়ে। ফলে ৯ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণ ও মেরামতের কাজ শুরু করা হয়। সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক কার্পেটিয়ের জন্য ২০২২ সালে দরপত্র আহŸান করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ। সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে খুলনার মেসার্স মুজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক প্রশস্ত করণ ও মেরামতের কাজ পান।
স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যা রাত হতে গভীর রাত পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট হতে মল্লিকবাড়ি বালুমহল পর্যন্ত কার্পেটিং এর কাজ সম্পন্ন করে। এরপর সড়কে যানবাহন চলতে শুরু করলে বৃহস্পতিবার ভোর থেকেই গাড়ির চাকার সাথে পিচ ও পাথর উঠতে শুরু করে। স্থানীয় জনতা সড়কের দেড় কিলোমিটার অংশের বিভিন্ন স্থানের নতুন সংস্কার করা পিচ পাথর হাতে তুলে প্রতিবাদ জানান।
খবর পেয়ে শনিবার দুপুরে সরেজমিনে গেলে কথা হয় উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কৃষক মো. আসাদুজ্জামান হাওলাদারের (৬৭) সাথে। তিনি বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পর নির্মাণাধিন সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাদা ও বালি পরিস্কার না করেই বেহাল সড়কের ওপর দায়সারা ভাবে নিম্নমানের পিচ-পাথর দিয়ে রাতের আঁধারে কার্পেটিংয়ের কাজ শেষ করে। সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজের দেড় কিলোমিটার এলাকার পিচ পাথর এখন চটা বেঁধে উঠে যাচ্ছে। তারা বলেন-সরকারি টাকার এমন অপচয় মেনে নেয়া যায়না।
স্থানীয় বাসিন্দা রাজমিস্ত্রী মোতালেব হোসেন (৪৫) বলেন, ২/৩ মাস আগে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ওই গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পানি ও কাদার মধ্যে বেহাল সড়কের ওপর কার্পেটিং করলে স্থানীয়দের তোপের মুখে পড়েন।
২নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী আসাদুজ্জামান (৩৮) বলেন- পিরোজপুর-বাগেরহাটের দুই জেলার বাসিন্দারা এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে। অথচ সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় বার বার ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে করে যাচ্ছে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরী। এ ব্যপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি.এম রাজিমুল আলীম বলেন, ওই সড়কের সাড়ে চার কিলোমিটার নয় মাত্র ১০ মিটার অংশে মেরামতে ত্রুটি হয়েছে । এ ব্যাপারে সরেজমিনে গিয়ে সড়কের কাজ দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির আহম্মেদ বলেন- সড়ক সংস্কার কাজ নিম্নমানের হওয়ার কথা নয়। আমি সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন পূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

Comments

comments

আরও পড়ুন

নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন