পল্লী বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান ॥ দুই দালালকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার: পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনাল অফিসে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় দুর্ণীতি দমন কমিশন (দুদক) আকষ্মিক অভিযান চালিয়েছে। এ সময় তারা ভ্রাম্যমান আদালত বসিয়ে রেজাউল ইসলাম (২৩) ও কামরুল (২৫) নামে দুই দালালকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুতের নতুন সংযোগ সংশ্লিষ্ট ১শ টি ফাইল ও টাকা জমার রশিদ জব্দ করে। রেজাউল ইসলাম উপজেলার ডৌয়াতলা গ্রামের জামাল আকনের পুত্র ও কামরুল ভেচকি গ্রামের আলম হাওলাদারের পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দূর্ণীতি দমন কমিশন (দুদক) বরিশাল আঞ্চলিক শাখার সহকারি পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে বরিশাল ও পিরোজপুরের দুদকের যৌথ একটি দল পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসে আকষ্মিক অভিযান চালায়। এসময় রেজাউল ইসলাম ও কামরুল নামে দুই দালালকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রিপন বিশ্বাসের ভ্রাম্যামান আদালতে হাজির করলে দন্ডবিধির ২৯১ ধারায় তিনি এ জরিমানা করেন। এসময় ওই দু’জনের নিকট থেকে ১‘শ টি মিটার আবেদন ও মানি রিসিভড উদ্ধার করে উভয়ের মুছলেকা নেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস জানান, দুজনকে আটকের পর আবেদন ফরম ও মানি রিসিভের বিষয়ে সন্তোষজনক উত্তর না দেয়ায় তাদেরকে এ জরিমানা প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





