মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬টি উপ-কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী আহসান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক এম.এ কুদ্দুস, সাপ্তাহিক ও মঠবাড়িয়া সংবাদের সম্পাদক-প্রকাশক মিজানুর রহমান মিজু, স্টেপস টুয়ার্ডস কর্মী ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বণিক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপ-কমিটিসহ ১৬টি সাব-কমিটি গঠন করা হয়।
Comments
আরও পড়ুন





