এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে তুষখালী কলেজের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী কলেজ এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষে কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে এ বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রায় এক কিলোমিটার দুরে তুষখালী বাজার প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে র্যালীটি শেষ হয়।
র্যালী শেষে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মো: কবির হোসেন, সিরাজুল ইসলাম, রঞ্জন পাইক ও শিক্ষার্থী এরিক প্রমুখ।
পরে ২৩ অক্টোবর’১৯ (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের স্কুল কলেজ এমপিও ভুক্তির সাথে তুষখালী কলেজটিকে এমপিও ভুক্ত ঘোষণায় তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজের প্রভাষক মো: কবির হোসেন।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম একজন অধ্যক্ষ, ১৭জন প্রভাষক, ৩জন অফিস সহকারী, একজন লাইব্রেরীয়ান ও ৫জন এমএলএস সহ মোট ২৭ জন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিজস্ব অর্থায়নে প্রদান করে আসছেন।
Comments
আরও পড়ুন





