আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৮

  • বাংলা English
সদ্য :

☉ নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা☉ প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার☉ মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত☉ অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে

আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!

আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!

স্টাফ রিপোর্টার: প্রতারিত যুবকদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠছে। এক লাখ টাকার বেতনের চাকুরির প্রলোভনে পিরোজপুরের মঠবাড়িয়ায় আশীষ কুমার হাওলাদার নামে এক প্রবাসি আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে কাতারে গিয়ে প্রতারিত ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছে মঠবাড়িয়া ও পাথারঘাটার ১৩ তরুণ। এদের ১০ জন মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামের ও তিন জন পার্শ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের বাসিন্দা। বিদেশ নিয়ে কাজ না দিয়ে উল্টো নির্যাতিনের শিকার যুবকরা ধার দেনা করে দেশ থেকে নেয়া টাকা দেশে এসে ওই দেনার টাকা পরিশোধ করতে না পারায় তারা মানবেতর জীবন যাপন করছে। ওই আদম ব্যবসায়ী গত সাত বছর কাতারের সানাইয়া নামক এলাকার ৫৭ নম্বর আলবানা ষ্ট্রীটে ৩৬ নম্বর বাসায় বসবাস করে এ প্রতারণার ব্যবসা চালিয়ে ঢাকায় ফ্লাট বাড়িসহ নিজ বসত বাড়িতে বহু সম্পত্তির মালিক হয়েছেন। সম্প্রতি কাতার হয়ে দেশে এসে ওই প্রতারকের বিচার চেয়ে সর্বশান্ত যুবকরা ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবের সম্মূখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধনে ১৩ যুবকের পরিবারবারের প্রায় ৩০/৩৫জন মানুষ অংশ গ্রহন করে।
ভ‚ক্তভোগীরা জানান-উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সতিষ কুমার হালদারের পুত্র কাতার প্রবাসী আশীষ হালদার কর্মহীন যুবকদের এক লাখ টাকা বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে দেশে থাকা স্ত্রী নুপুর হালদারের মাধ্যমে প্রতি যুবকদের কাছ থেকে নগদ ৮/১০ লক্ষ নগদ টাকা কিংবা সমপরিমানের জমি নিজের নামে রেজিস্ট্রি নেয়। এরপর প্রতিবেশীসহ পাশ^বর্তী এলাকার এসব তরুণদের গত বছরের নভেম্বর/ডিসেম্বর-২০২২ কাতার নেয়। বিদেশে নিয়ে আশীষ বিভিন্ন কোম্পানীতে ১৫ দিন কিংবা একমাস কাজ করিয়ে শ্রমিকদের বেকার বসিয়ে রাখে। বেকার যুবকরা বিদেশ আসার টাকা ফেরত চাইলে ক্ষুব্ধ হয়ে আশীষ ও তাদের লোকজন যুবকদের অমানুষিক নির্যাতন করে। পরে দেশ থেকে টাকা নিয়ে সম্প্রতি দেশে ফিরে আসে।
এদিকে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রতারিত পরিবারের অবস্রপ্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক, ভূক্তভোগি দক্ষিণ সোনাখালী গ্রামের সমীর হালদার, রাজিব মিস্ত্রী, প্রীতম গাইন, কিশোর গোলদার, পাশ্ববর্তী পাথরঘাটার চরদুয়ানী গ্রামের পবিত্র গোলদার ও মিন্টু অধিকারি প্রমূখ।
প্রতিবাদ সভায় ভুক্তভোগি আরো অভিযোগ করেন, মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সতীশ কুমার হাওলাদার এর ছেলে কাতার প্রবাসি আশীষ কুমার হাওলাদার ও তার স্ত্রী নূপুর হালাদার মিলে মঠবাড়িয়া, পাথরঘাটাসহ উপকুলীয় কয়েকটি জনপদের অনন্ত ৪০ থেকে ৫০ জন বেকার তরুণদের কাতারে লোভনীয় বেতনে চাকুরি দেয়ার কথা বলে জনপতি ৮/১০ লাখ টাকা করে হাতিয়ে নেয়। এমনকি অনেকে টাকা দিতে না পারায় তাদের কাছ থেকে সমুদয় অর্থের জমি লিখে নেন। এসব কাজে আদম ব্যাপারি আশীষ এর স্ত্রী নূপুর হালদার ও ছেলে জয় হালদার সমন্বয় করে অর্থ উত্তোলন করেন। পরে এসব তরুণদের কাতার নিয়ে একমাস রাস্তা ক্লিনার ও পরিবহনে মাল আনলোডের কাজ দেয়। একমাস কাজ শেষে এসব প্রবাসি তরুণরা কর্মহীন হয়ে পড়ে। এক পর্যায় আদম ব্যাপারি আশীষ তাদের আর কোনও কাজ দিতে না পারায় প্রবাসি শ্রমিকরা চরম অর্থ ও খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করে। পরে বিপাকে পড়া তরুণরা তাদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে প্রাণভয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন।
মঠবাড়িয়ার তুষখালী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন পাইক অভিযোগ করেন, আমার জামাই মিন্টু অধিকারিকে ৮ লাখ টাকার বিনিময়ে আদম ব্যবসায়ি আশীষ কাতার নিয়ে কোনও কাজ না দিয়ে মারধার করে দেশে পাঠিয়ে দেয়। জমি বিক্রি করে দালালের পাওনা দুই দফায় পরিশোধ করে আমরা এখন নিঃস্ব। আমরা এর বিহিত চাই। প্রতারক আশীষ এর বিচার ও সকল অর্থ ফেরত চাই।
উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের রাজ মিস্ত্রী সমীর হাওলাদার বলেন, কাতারে প্রতারক আশীষ এক লাখ টাকা বেতনে চাকুরি দেবে এমন প্রলোভনে পড়ে প্রথমে তাকে ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ দেই। পরে ৬ কাঠা জমি প্রতারক আশীষ এর নামে লিখে দেই। (যার নং-১৩০১ তারিখ ২৩/০২/২০২৩) কাতার যাওয়ার পর কোনও কাজ সে দেয়নি। মারধর করলে দেশ থেকে টাকা নিয়ে নিজের খরচায় বাড়ি চলে আসি। গত এক মাস আগে দেশে ফিরে এখন আমার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ওই গ্রামের সুভাস মিত্রের ছেলে রাজিব মিত্র (২৬) কান্না বিজরিত কণ্ঠে বলেন- বিদেশ যাওয়ার কথা বললে নগদ টাকা না থাকায় গত অক্টোবর-২০২২ আশীষের স্ত্রী নুপুরের চাপে আমার বসত ভিটির ১১লক্ষ টাকার মূল্যমানের প্রায় ৫০ শতাংশ জমি রেজিষ্ট্রি দেই। (যার দলিল নং-৭৩৭০ তারিখ-০২-১১-২০২২) এরপর ৭ নভেম্বরে বিদেশ গিয়ে প্রায় ১১ মাস মানবেতর জীবন যাপন করে ১৬ অক্টোবর’২০২৩ দেশে আসি। তিনি আরও বলেন- কিন্তু দেশে এসে দেনাদারদের দেনার চাপে দিশেহারা।
পার্শ্ববর্তী পাথরঘাটার কাঁঠালতলী গ্রামের স্নাতক শ্রেণীর ছাত্র পবিত্র গোলদার বলেন, কাতারে এক লাখ টাকা মাসিক বেতনের প্রলোভনে পড়ে পৈত্রিক জমি বিক্রি করে দালাল আশীষকে ৮ লাখ টাকা দেই। দুই দফায় ওই টাকা তার স্ত্রীর কাছে পরিশোধের পর কাতার যাই। সেখানে গিয়ে কোনও কাজ আশীষ দেয়নি। মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসি। এখন পরিবারেও মুখ দেখাতে পারছিনা। অর্থ জমি হারিয়ে এখন আমি হতাশায় জর্জরিত। আমি এ প্রতারণার বিচার দাবি করছি।
এ ব্যাপারে অভিযুক্ত আশীষ কুমার বিদেশ থাকায় তার সাথে কথা বলা যায়নি। তবে স্ত্রী নুপুর হালদার ও ছেলে জয় হালদ্রা এলাকায় না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামমরুজ্জামান তালুকদার বলেন, আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে প্রতারণার শিকার এ তরুণদের মৌখিক অভিযোগ থানায় এসছিলো। অভিযুক্ত ব্যাক্তি কাতারে অবস্থান করছে। প্রতারিত তরুণদের জনশক্তি কর্মসংসস্থান ব্যুরোতে অভিযোগের প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

comments

আরও পড়ুন

নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নব নির্বাচিত এমপিকে ৬ ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
প্রতিপক্ষের হামলায় নিহত জাহাঙ্গীরের দাফন সম্পন্ন \ ঘাতক সিরাজুল গ্রেপ্তার
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
অবাধ ও সুষ্ঠ নির্বাচন বানচালকারীদের কোন ছাড় নয়
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ