আজ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ৪:১৬

  • বাংলা English
সদ্য :

☉ অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান☉ ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন☉ সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন☉ প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন☉ স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক☉ দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪☉ ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ ফরাজী কলেজের মেধাবী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা☉ আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী☉ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার☉ এসএসসি পরীক্ষার্থী নববধূর মেহেদীর রং না মুছতেই হত্যা ॥ শিক্ষক শ^শুর শাশুড়ি ও ননদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার চড়কখালী গ্রামে কৃষি জমির ওপর অনুমোদনহীন ইট ভাটায় (পাঁজা) কাঠ দিয়ে ইট পোড়ায় প্রভাবশালী মোসলেম শরীফ। স্থানীয়দের অভিযোগ- এ পাজার বিষাক্ত কালো ধোয়ায় খেশারী, ভূট্টাসহ ২০ একর জমির সবজি ক্ষেতের ফলন ও উৎপাদন ব্যাহত হয়। কৃষানী ছায়া রানীসহ স্থানীয়রা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গত তিন বছর ধরে অভিযোগ করেও কোন ফল পায়নি। অবশেষে গণমাধ্যম কর্মিরা মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অবৈধ এ ইট ভাটায় ক্ষেতের ফসলের ক্ষতি, পরিবেশের ভারসাম্য হারানো ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি উত্থাপন করে যথাযথ ব্যবস্থা নিতে রেজুলেশন করলে কর্তৃপক্ষের টনক নড়ে।
অবশেষে মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে থানা পুলিশ উপজেলা সদর হতে ১০ কিঃ মিঃ দূরে বেতমোর ইউনিয়নের বলেশ^র নদী তীরবর্তী চরকখালী গ্রামের মোসলেম শরীফের এমএন্ডএম ইট পাজায় অভিযানে যান। এ অভিযানের খবর পেয়ে প্রভাবশালী মালিক মোসলেম শরীফ গা ডাকা দেয়। এসময় মালিকের জামাতা যুবক আল আমিনকে লোকালয়ে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে আটক করে পুলিশ। পড়ে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈকত রায়হান ১ লক্ষ টাকা আর্থিক দন্ড প্রদান করে আটক আল আমিনকে ছেড়ে দেয়।
সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান আর্থিক দন্ডের সত্যতা নিশ্চিত করে বলেন- এমএন্ডএম ইটের পাজায় ইট প্রস্তুত ও ইটভাটা (নিয়ন্ত্রন) আইন,২০১৩ এর ০৪ ধারা লঙ্ঘনের দায়ে এ আর্থিক দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উমি ভৌমিক জানান- অবৈধ ইট পাজার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক এমএনএ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সওগাতুল আলম ছগীর এর নামে প্রতিষ্ঠিত ছগীর মোমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ৩জন প্রধান শিক্ষক, ৫জন সহকারী শিক্ষক ও একজন কর্মচারীকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। একই সময় এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ ও জিপিএ-৫ পাওয়া ৬জন কৃতি শিক্ষার্থীকেও ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে মিয়া গুলিশাখালী ছগীর মোমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গন মাঠে এক বর্ণ্যাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা। অত্যন্ত প্রত্যন্ত স্কুলটিকে রং বেরংয়ের বেলুন, ফেষ্টুন, ব্যানারসহ নানা রঙে সাজানো হয়।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১০নং হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টিয়ারখালী মজিদ মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এমএ ওহাব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, ওই বিদ্যালয়ের অবসরপাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার মাহমুদ, সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক অপরানন্দ কির্ত্তুনীয়া, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ, অমূল্য রতন হাওলাদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামলেন্দু মিত্র, সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান রশ্মি, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, ইউনিয়ন আ’লীগ সভাপতি রফিকুল আলম বাদল, সমাজ সেবিকা মীরা কিবরিয়া, শিক্ষার্থী ইসরা আলম ও তানিসা বিনতে তৌহিদ প্রমুখ। সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন- বিগত ২০২০ সালের ৯ জানুয়ারী আমি এ বিদ্যালয় হতে অবসরে যাই। এ দিনটির জন্য আমি অপেক্ষায় ছিলাম। মরে গেলেও এখন আমার আত্মা শান্তি পাবে।


পরে আয়োজক কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন বিহারী মিত্র (মরনোত্তর), আনোয়ার হোসেন, অপরানন্দ কির্ত্তুনীয়া ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হারুন অর রশিদ, অমূল্য রতন হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন (মরনোত্তর), নুর মোহাম্দ তালুকদার, লুচি রানী হালদার ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আলেয়া বেগমকে সম্মামনা স্মারক ও বিশেষ উপহার প্রদান করা হয়। এসময় এএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান মুক্তা (বিজ্ঞান) ও জিপিএ-৫ পাওয়া সাদিয়া আফরিন (বিজ্ঞান), শাহরিন শিলা (মানবিক), জিনিয়া আনজুম জেমি, জান্নাত হোসেন লিজা ও সুমি আক্তারকে ক্রেষ্ট ও বিশেষ উপহার দেয়া হয়। সংবর্ধিত জিপিএ-৫ পাওয়া শাহরিন শিলা বলেন- আমি দরিদ্র ঘরের সন্তান। বাবা শহিদুল ইসলাম গত পাঁচ বছর ধরে প্যারালাইসিসে শয্যাশায়ী। বড় বোনের প্রাইভেটের অর্থ ও শিক্ষকদের সহযোগীয় অদম্য মনোবলের কারণে আমার ভাল ফলাফল। আজকের এ ভালবাসায় আমার আগামী দিনের উচ্চ শিক্ষায় অনুপ্রেরণা যোগাবে। এ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শেষ দিন সোমবার (১৩ মার্চ) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিক্ষক নেতা মোস্তফা শাহ আলম দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাশেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে সালমা রহমান হ্যাপী বলেন, বাংলার জনগণ শেখ হাসিনার শাসনামলকে একদিন স্বর্ণাক্ষরে লিখিত রাখবে। সেদিন বেশী দুরে নয়। তিনি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের আহবান জানান। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এই প্রথম সালমা রহমান হ্যাপী মঠবাড়িয়ায় আগমন উপলক্ষে তাঁকে একজনজর দেখার জন্য বিদ্যালয়ের মাঠে উৎসুক জনতার ভীর জমে।

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিারোধের জের ধরে দুবাই প্রবাসী মো. আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতদের পুনরায় পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসি। রোববার (১২ মার্চ) সকালে উপজেলার ১৫২ নং পশ্চিম চালিতাবুনিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী-পুরুষ সহ সহ¯্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও শোকার্ত পরিবারের সদস্যরা অংশ নেন। এসময় গ্রামবাসি কালোব্যাজ ধারণ করে ফাসির দাবী সম্বলিত ফেস্টুন গলায় ঝুলিয়ে প্রতিবাদে অংশ নেন।
শেষে আ’লীগ নেতা মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, দাউদখালী ইউপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মো. গোলাম কবির, মিরুখালী ইউপির সদস্য মাহবুব কবির মনির, শিক্ষক মো. মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল্লা বিন জাকারিয়া, নিহতের ভাই ও হত্যা মামলার বাদী মো. নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহত প্রবাসীর স্ত্রী সীমা আক্তার, পুত্র পঞ্চম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানিয়ে বলেন, প্রবাসী আমিরুল এলাকার চাঁদাবাজী, মাদক ব্যবসা, ইভটিজিংয়ে বাধা দেয়ায় তার প্রতিবেশী প্রতিপক্ষ ঢাকার আমিন জুয়েলার্স এর স্বর্ণ ডাকাতি, হত্যা, মাদকসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী অলিউর রহমান অলি ও তার ভাই হাফিজুর রহমান হায়দার তাদের ৮/১০ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে গত ২১ ফেব্রুয়ারী দিনগত গভীর রাতে মাহফিল থেকে বাড়ী ফেরার পথে প্রবাসি আমিরুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। পরেরদিন মামলা দায়েরের পর এ ঘটনায় পুলিশ ৩জন ও পরে ২জনসহ মোট ৫জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হাফিজুর রহমান হায়দার, তাহসিন আরবি ও হোসাইন হাওলাদার কে ২দিনের রিমান্ডে আনে। তাদের দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করলেও আদালতে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি মূলক কোন জবানবন্ধী দেয়নি। বক্তারা আসামীদের পুনরায় রিমান্ড দাবী করে হত্যার রহস্য উদঘাটন সহ গ্রেপ্তারকৃতদের ফাসির দাবী করেন।

উল্লেখ্য, প্রবাসি আমিরুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে চালিতাবুনিয়া হাফিজিয়া দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব বিরোধের জের ধরে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মাওলানা নুরুল ইসলাম বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পাচঁ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় হত্যাকা-ে জড়িত গ্রেপ্তারকৃত স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন এর পুত্র হাফিজুর রহমান হায়দার (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮) ও এই গ্রামের ইউনুসের ছেলে মো. হোসাইন হাওলাদার (১৮) কে দুই দিনের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এ মামলায় এজাহারভূক্ত অপর আসামী আলিউর রহমান অলি (৪৫) কে ঢাকা থেকে ও নিয়াজ মাহমুদ (১৭) একে এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ নিয়ে ঐ হত্যাকা-ে জড়িত এজাহারভূক্ত পাঁচ আসামী জেল হাজতে রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, অলির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে। অলি ও তার ভাইপো আরবি কে পুনরায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।

স্টাফ রিপোর্টার: মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভীন বলেছেন- স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। স্কুল কলেজে পড়–য়া শিক্ষিত নারীদের প্রশিক্ষণ দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় মহিলা বিষয়ক অধিদপ্তর সবই করবে। বর্তমান নারী বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ভাগ্যোন্নয়ন ও জেন্ডার বৈষম্য নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফরিদা পারভীন শুক্রবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বান্ধবপাড়া গ্রামে বৃত্তিমূলক আবাসিক মহিলা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। “শেখ হাসিনার বার্তা- নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাইমুড়ী, কালীগঞ্জ, আড়াই হাজার ও মঠবাড়িয়া উপজেলায় ট্রেনিং সেন্ট্রার ও হোষ্টেল নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার বান্ধবপাড়া গ্রামে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজনে ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ওই অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মনোয়ারা ইশরাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, কম্পিউটার প্রশিক্ষণার্থী সানজিদা খানম, কুলসুম আক্তার ও সুইং মেশিন প্রশিক্ষণার্থী শাবানা আক্তার প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈকত রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু। শেষে প্রধান অতিথি এ প্রশিক্ষণ কেন্দ্রের ২শ’ ১০জন প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ বিতরণ করেন।

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সন্তানের জনক ও দুবাই প্রবাসী আমিরুল ইসলাম (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার দিনগত গভীর রাত দুইটায় দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার পঞ্চইত বাড়ির সম্মুখ সড়কে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার ভোরাতে পুলিশ চালিতাবুনিয়া গ্রাম হতে নিহতের লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে। নিহত আমিরুল ওই গ্রামের হাজী মোকসেদ আলী হাওলাদারের ছেলে।পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তোফাজ্জেল হাওলাদারের পুত্র হায়দার (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রতিবেশী মাহাবুবুর রহমানের ছেলে কলেজ ছাত্র মিরাজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে কলেজ ছাত্র মো. হোসাইন (১৭)কে আটক করেছে।এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে শর্ষিণা অনুসারী স্থানীয় একটি দ্বীনিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আমিরুল ইসলাম রাতে মাহাফিলে যোগদিয়ে তোবারক বিতরণ শেষে বৃদ্ধ পিতার জন্য তোবারক নিয়ে রাত দেড়টার দিকে মাহফিলস্থল থেকে বাড়ি উদ্দ্যেশ্যে রওয়ানা হয়। এসময় স্থানীয় দেলোয়ার হোসেন পঞ্চায়েত বাড়ির সম্মুখ সড়কে পৌছলে পূর্বে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ওই যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। পরে গ্রামবাসি থানা পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থল থেকে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে।
নিহতের ভাই অলিউল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, নিহত আমিরুল ইসলাম গত ৮ বছর পূর্বে দুবাই থেকে দেশে আসে।
এলাকায় থাকাকালে তার ভাইয়ের প্রতিবেশী হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবির সাথে মাদ্রাসা পড়–য়া এক মেয়েকে উত্যক্ত করা ও মোবাইল ফোন নিয়ে আমার ভাই আমিরুলের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত কয়েকদিন আগে মারামারির ঘটনাও ঘটে। ওই প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে আমার ভাই আমিরুলের হত্যাকান্ডে জড়িত থাকতে পারে বলে দাবী করেন। এলাকাবাসী জানায় হায়দারের বড় ভাই ওলি একজন নামকরা ডাকাত। এ হত্যাকান্ডে তারও হাত থাকতে পারে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রেম ঘটিত ঘটনার জের ধরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। ঘটনার পরপরই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজের প্রাক্তন মেধাবী ও একাদশ শ্রেনীতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীরা। এসময় তাদের রজনী গন্ধা, গোলাপ আর ক্রেষ্ট দিয়ে প্রাক্তনদের সংবর্ধণা ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় অতিথিরা। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনকে রঙ বেরংয়ের বেলুন, ব্যানার ফেষ্টুন সাটানো হয়।
শনিবার (১৮ ফেব্রæয়ারী) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা (পিরোজপুর-৩) মঠাড়িয়া থেকে নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তুম আলী ফরাজী। এসময় কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, থানার অফিসার উনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ, কলেজের গভর্ণিং বডির সভাপতি (এমপির সহধর্মিনী) অবসর প্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থী তামান্না আক্তার মিম। অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিকৃত প্রায় পাঁচশত ও প্রাক্তন (প্রতিষ্ঠাকালীন-২০০১) ১শ’ ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার: উপক‚লীয় মঠবাড়িয়ার বলেশ^র নদী তীরবর্তী মুজিব শতবর্ষে আশ্রয়ন প্রকল্পের  গৃহ পাওয়া ১শ’ ভ‚মিহীন পরিবারের শিক্ষা বঞ্চিত কোমরমতি শিশুদের পড়াশুনায় উদ্বোধন করা হয়েছে বড়মাছুয়া মুজিববর্ষ পল্লী প্রাথমিক বিদ্যালয়।শুধু স্কুল নয় ক্ষুদে শিক্ষার্থীরা লাল সবুজের ইউনিফরম,নতুন বই পেয়ে ও ফুল পেয়ে উচ্ছাসিত দিন কাটায়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ববড়মাছুয় আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশুদের জন্য এ আনন্দ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ  জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ স্কুলের আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় অর্ধ শত শিশুদের ফুল,দৃষ্টি নন্দন লাল সবুজের ইউনিফরম,বিনা মূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ, বিতরণ করে প্রশাসন। এছাড়াও মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের ঘর প্রকল্পে সমাজ ভিত্তিক একশত পরিবারের জন্য বিভিন্ন আবাসন প্রকল্পও উদ্বোধনকরা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক এর সভাপতিত্বে এক সূধী সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়্রাম্যান মো. রিয়াজউদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ,থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার,  বড়মাছুয় াইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু ও ইউপি সদস্য কাইউম প্রমূখ।
জানাগেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদী তীরের বড়মাছুয়া ইউনিয়নের পূর্ব বড়মাছুয়া গ্রামের সরকারি  সাড়ে চার একর খাস জমিতে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯৮টি ভূমিহীন পরিবার মিলে সমাজ ভিত্তিক আশ্রয়ণ গড়ে তোলা হয়েছে। গৃহহীন এ পরিবারগুলো বিপন্ন জীবনে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এখানে আশ্রিত পরিবার গুলোর সকলেই ভূমিহীন দিনমজুর।বিস্তীর্ণ খোলা জমি জুড়ে পরিকল্পিত ভাবে পরিবেশ সম্মত এ আশ্রয়ণে প্রায় ১শ’’ পরিবারের ৪০জন শিশু আড়াই কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় না থাকায় গত এক বছর ধরে তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছিল। ফলে প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের নিকটবর্তী একটি পরিত্যাক্তা ভবন সংস্কার করে প্রাক-প্রাথমিকে ২২জন প্রথম শ্রেণীতে ৮ জন ও দ্বিতীয় শ্রেনেিত ৮জন মোট ৩৮জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। শিক্ষা কার্যক্রম চালানোর জন্য কর্তৃপক্ষ দু’জন সহকারী শিক্ষকও ডেপুটেশনে দেয়া হয়েছে। বিদ্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব। খুদে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে দিনভর ছিল আনন্দের বন্যা। পাশাপাশি রাস্তা প্রশস্তকরণ, সারি করে রঙিণ ঘর বসতি বেশ দৃষ্টিনন্দন স্থাপনা মানুষের নজড় কাড়ে। সেই সাথে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, সুপেয় পানির জন্য নলকূপ, রেইনওয়াটার হার্ভেস্টিং স্থাপন ও পুকুর খনন কর্মসূচীও ছিল সবার নজরে। শিশুদের খেলাধূলার জন্য রয়েছে মাঠ। শিক্ষার্থীর অভিভাবক ভ্যান চালক শাহাদাৎ হোসেন জানান, পৈত্রিক জমি না থাকায় এতদিন খেজুরবাড়ীয়া বেড়িবাধে প্রাকৃতিক দূযোগের সাথে লড়াই করে ঝ‚পড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে বাস করেছি। বলেশ্বর নদী ভাঙনে ঘরবসতি হারাইছি। নিজের ঘর হবে, শিশুদের স্কুল হবে কোনোদিন স্বপ্নেও দেহিনাই। প্রধানমন্ত্রীর দয়ায় পাকা ঘরে বাস করছি। পাকা ঘর ও সন্তানের স্কুল পেয়ে আমি বেজায় খুশি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষে মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে গৃহহীন, ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মান শেষ করে ৬৭৬ গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, যেসব পরিবারে বসতির জমি আছে তাদের পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যারা সম্পূর্ণ ভূমিহীন তাদের ২ শতাংশ জমি দিয়ে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। শিশুদের স্কুল, খেলার মাঠ, হাট স্থাপন, বিদ্যুত বিতরণ ব্যবস্থা ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে প্রকল্প এলাকার সড়ক পাকা করণসহ পরিবেশের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সমাজ ভিত্তিক এ আশ্রয়ণে শিশুদের জন্য স্কুল চালু হওয়ায় বঞ্চিত শিশুরা শিক্ষার আলো পাবে।

Add
Add
Add
Add