৯শ ৪০ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ৯শ ৪০টি মসজিদে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট মসজিদের ইমমাদের হাতে ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ। বিতরণ সভায় ইমামদের সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।
Comments
আরও পড়ুন





