৭ মার্চ উপলক্ষে সুইডেন দূতাবাসের আয়োজনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় মৌনিয়া প্রথম

স্টাফ রিপোর্টার: সুইডেন দূতাবাস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে শিশুদের টিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়ার মৌনিয়া মিবহাজ নিজাম প্রথম স্থান অর্জন করেছে। রোববার (৭ মার্চ) সুইডেন, নরওয়ে ও ফিনল্যা- প্রবাসি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে দূতাবাস মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিয়য়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও ছোটদের বঙ্গবন্ধু বিষয়ে রচনা প্রতিযোগিতায় মৌনিয়া প্রথম স্থান অর্জন করে।
মৌনিয়া মিবহাজ নিজাম সুইডেনের স্টকহোম প্রবাসি ও এ্যাপল নরডিক এর রিজিওনাল ম্যানেজার মোঃ নিজাম উদ্দীন ও ডা. নুসরাত জাহান রাখির কন্যা। সে মঠবাড়িয়া পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ও নারী মুক্তিযোদ্ধা রোকেয়া হোসেন এর নাতনী।
মৌনিয়া স্টকহোম ইন্টারন্যাশনাল স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে। সে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
Comments
আরও পড়ুন





