৫বছরের শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা ॥ বখাটে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিশু ওয়ানে পড়–য়া ৫ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আবির হোসেন ফাহিম (১৮) নামে এক বখাটে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত নয়টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আবাসন এলাকায় এ শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ১০টার দিকে উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে ফাহিম কে আটক করে।
গ্রেফতারকৃত নাঈম ঢাকা নারায়নগঞ্জ বন্দর থানার চাষাড়া এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। সে আবাসনের বাসিন্দা মামা আব্দুল হক মোল্লার ঘরে বেড়াতে এসেছিল।
ওই শিশুটির দিনমজুর বাবা জানান, রাত নয়টার দিকে আমার মেয়ে আবাসনে ঘরের দরজার সামনে দাড়ানো ছিলো। এ সময় পাশের ঘরে ঢাকা নারায়নগঞ্জ থেকে বেড়াতে আসা বখাটে ফাহিম আমার মেয়ের হাত ধরে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ বখাটে ফাহিমকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ, ম. মাসুদুজ্জামান মিলু জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগের খবর পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে ফাহিমকে আসামি করে একটি মামলা দায়ের কারা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





