১’শ ৬০ প্যাকেট নকল কীটনাশক ভিরতাকো উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বড়মাছুয়া বাজারে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে অসাধু একটি সংঘবদ্ধ চক্র কর্তৃক স্থানীয় এক ডিলারের কাছে নকল কীটনাশক ভিরতাকো (দশ গ্রাম) বিক্রির সময় ৪ কার্টুন আটক করে। এ সময় বহনকারী অসাধু ব্যবসায়ী পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিনজেনটা বাংলদেশ লিমিটেড নাম ব্যবহার করা ওই কাটুনে ভর্তি ১শ’৬০ প্যাকেট ভিরতাকো (১০ গ্রাম), ১ প্যাকেট নিষিদ্ধ বাসুডিন ব্যবহৃত ইজি বাইক জব্দ করে।
বড়মাছুয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী ও কাজী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ইউনুচ কাজী জানান- রোববার সকাল সাড়ে আটটার দিকে ভান্ডারিয়ার হরিনপালা গ্রামের আব্দুস ছালাম নামের এক ব্যক্তি মুঠোফোনে (০১৭৭০-৩৫৯৩৭৮) নিজেকে কীটনাশক ব্যবসায়ী পরিচয় দিয়ে লোক মারফত ইজিবাইক যোগে ৪কার্টুন নকল ভিরতাকো ও নিষিদ্ধ ১ প্যাকেট বাসুডিন (১০জি) পাঠায়। সিনজেনটা বাংলাদেশ লিমিটেড কোম্পানীর মোড়কের ৪০ পিসের ১ কার্টুনের দাম ৪ হাজার টাকা দাবী করেন। ওই কোম্পানীর অরিজিনাল ১ কার্টুনের পাইকারী দাম ৫ হাজার ৩শ’ ৫৫ টাকার চেয়ে কম চাওয়ায় সন্দেহ হয়। এপর ওই ডিলার ইউনুছ কাজী কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বিপ্লব দাসের কাছে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে ওই কীটনাশক ভেজাল বলে জানায়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১শ’ ৬০পিস ভেজাল ভিরতাকো ও নিষিদ্ধ ১ প্যাকেট বাসুডিন ও ইজিবাইক জব্দ করে। যদিও ছালাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শওকত হোসেন জানান, ভেজাল কীটনাশক আটকের খবর পেয়েই ঘটনাস্থলে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাঠানো হয়। তিনি আরও জানান, আব্দুস ছালাম একজন ভেজাল ও নিষিদ্ধ বিষাক্ত পণ্য বিক্রেতা। এর আগেও তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন বাজারে ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকদের প্রতারিত করার অভিযোগ রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু নকল কীটনাশক জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





