১শ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মাহাবুব পঞ্চায়েত (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১শ’ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজাসহ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর ওঁৎ পেতে থেকে থানা পুলিশ শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার তুষখালী বাসস্ট্যান্ড থেকে থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদ্দুজামান মিলুর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাহাবুবকে আটক করে। আটককৃত মাহাবুব উপজেলার সদর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েত এর ছেলে।
থানা সুত্রে জানা যায়, সোর্সের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষিরার ভোমরা থেকে মাদক নিয়ে মাহবুব শুক্রবার ভোরে মঠবাড়িয়ায় ঢুকেছে এমন সংবাদ পেয়ে একদল থানা পুলিশ তুষখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাহাবুবকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা বস্তায় ভরা ১শ’ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. ম. মাসুদুজ্জামান মিলু জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মাহাবুব এলাকায় পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় থানার এস,আই বাদী হয়ে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments
আরও পড়ুন





