মঠবাড়িয়া পৌর শহরের তিন ব্যবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভেজাল খাবার ও নকল প্রসাধনী বিক্রয় ও মজুদ রাখার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শোয়াইবুর মিয়া আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, ভেজাল খাদ্যদ্রব্য মজুদের দায়ে মঠবাড়িয়া পৌর শহরের নন্দন বেকারীকে ১৫ হাজার, ভেজাল মিষ্টি মজুদ ও বিক্রয়ের দায়ে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা ও নকল প্রসাধনী মজুদ রাখার দায়ে ইসলামীয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
Comments
আরও পড়ুন





