হাসপাতালকে দালাল মুক্ত করতে পোষাকধারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হবে……. ডা. ফরাজী

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী বলেছেন, হাসপাতালের দালাল সরকারের ভাবমুর্তি নষ্ট করে রোগীদের জিম্মি করে হয়রানী করে। হাসপাতাল থেকে এদেরকে বিতারিত করুন। শীঘ্রই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালাল মুক্ত করতে পোষাকধারী নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে। ডাক্তারদেরক উদ্দেশ্যে বলেন, সরকারী অফিস টাইমে প্রাইভেট প্রাকটিস বাদ দিয়ে রোগীদের চিকিৎসা দিন মানুষের সেবা দিন। ডা. রুস্তুম আলী ফরাজী শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমিটির সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: জামাল মিয়া, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মনিরুজ্জামান, ডা: মো: আলী হাসান, ডা: সৌমিত্র সিংহ ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: সোনিয়া আক্তার, আশিষ দেবনাথ, ব্যবসায়ী আমির হোসেন বিএসসিসহ স্বাস্থ্যসেবা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ওই সভায় রোগীদের সেবার মান বাড়াতে সরকারী অফিস টাইমে হাসপাতালের অভ্যন্তরে ডাক্তারদের সেবা জোরদার, মেডিকেল বিক্রয় প্রতিনিধিদের, ডায়াগনষ্টিক সেন্টার ও কিনিকের দালাল বন্ধে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।
Comments
আরও পড়ুন





