হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার: উপকুলীয় বরগুনার জেলার বামনা উপজেলায় দরিদ্র কোমলমতি ও মেধাবি শিশু শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিশু উন্নয়ন সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন, মঠবাড়িয়া এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুলাই) বামনা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিশু শিক্ষার্থীর মাঝে ছাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বামনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা এ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দুলালী রানী বেপারী, মোর্শেদা বেগম, আল সালমা পারভীন, আসমা বেগম, পারভীন সুলতানা, সাংবাদিক দেবদাস মজুমদার, হাতেখড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সজিব মিত্র, সংগঠনের চেয়ারম্যান মো. রুবেল মিয়া নাহিদ প্রমূখ।
সভায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার বিষয়ে তুলে ধরে সকলকে নৈতিক শিক্ষার বিষয়ে সচেতন করা হয়।
শেষে বিদ্যালয়ের ৫০জন দরিদ্র মেধাবি শিক্ষার্থীকে রঙিন ছাতা ও শিক্ষা উপকরণ সহায়তা হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





