হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত আইয়ূব আলী সরদার নিহত হবার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের বাড়িতে হামলা ও লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী তাজেনুর বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধে একজন লোকের মৃত্যু হয়েছে। আমার পিতা, চাচাসহ আমাদের ৯ জনের নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে মৃত (হামলায় নিহত) আইয়ূব আলী সরদারের মেয়ে মিতু। পুলিশ ৩ জনকে গ্রেপ্তারও করেছে। আমরা ভয়ে বাড়ি ছাড়া ও এলাকা ছাড়া। এই সুযোগে মিতুর নির্দেশে মিজানুর, হাসান, রাজু, জাকারিয়াসহ ১০/১২ জন লোক আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে সব কিছু ভাংচুর করেছে। যা এখনও দফায়-দফায় অব্যহত রয়েছে। আমার বাবা হেমায়েত হাওলাদারের ঘরের তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও দামী মামালামাল লুট করে নিয়েছে। এ ছাড়াও হাস, মুরগী, কবুতর ও একটি ভ্যান গাড়ি নিয়ে গেছে। অপর একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ভাংচুর করেছে। গ্রেপ্তার আতংকে থানায় জিডিও করতে পারছিনা। আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ চাই। এ ব্যপারে সরেজমিনে গিয়েও ওই মামলার বাদি (হত্যা মামলা) মিতু আক্তারের সাথে কথা বলা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





