সড়ক দূর্ঘটনায় ৪ বছরের শিশু আবদুল্লাহ নিহত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় আবদুল্লাহ (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর খানের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। মৃত: শিশু আবদুল্লাহ উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মাহিন্দ্রা চালক রাজা শরীফের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর খান জানান, শিশু আবদুল্লাহ দুপুরে রাস্তা পার হওয়ার সময় ভাড়ায় চালিত মটর সাইকেল চাপাদিলে গুরুতর আহত হয়। স্বজনরা আহত শিশু আবদুল্লাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় মটর সাইকেল চালক পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত ) মাজাহরুল আমিন (বিপিএম) জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পঠিয়েছি। পুলিশ ঘটনা স্থল থেকে মটর সাইকেলটিকে আটক করেছে।
Comments
আরও পড়ুন





