সড়ক দুর্ঘটনায় যুবকের মামার মৃত্যু : ভাগিনা আহত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহাদ শরীফ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ও কাওসার (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার (৪ মে) সকাল সাড়ে আটটার দিকে মঠবাড়িয়া-পিরাজপুর সড়কের সাফা ডিগ্রী কলেজের সম্মুখের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ শরীফ উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মোঃ কালাম শরীফের ছেলে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকালে আহাদ শরীফ তার ভগ্নিপতির মটরসাইকেলে ভাগিনা কাওসার কে নিয়ে আমুরবুনিয়া থেকে স্থানীয় সাফা বাজারে যাচ্ছিল। এ সময় ওই সড়কের সাফা ডিগ্রী কলেজের আগে রাস্তার মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি তিন চাকার নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মামা আহাদ শরীফের মৃত্যু হয় এবং ভাগিনা কাওসার গুরুতর আহত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল নিহত আহাদ শরীফের লাশ ও আহত কাওসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়। আহত কাওসারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিনার ইনচার্জ আ.জম. মাসুদ্দুজামান মিলু জানান- নসিমন গাড়ীটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





