স্বেচ্ছাসেবী সংগঠনের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রোববার সকালে সুবিধা বঞ্চিত ৫’শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম, সংগঠনের আজীবন সদস্য জিল্লুর রহমান, মহাসচিব রাহাত রেজা, কার্যনির্বাহীর সভাপতি অলিউল্লাহ হাওলাদার ও উপজেলা শাখার সভাপতি শিবাজী মজুমদার শিবু প্রমুখ।
Comments
আরও পড়ুন





