স্বাস্থ্য সেবার মান বাড়াতে হাসপাতাল হতে দালাল মুক্তের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিনের জনগণের দাবীর মূখে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবশেষে দালাল মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ডাক্তার, ডায়াগনস্টিক মালিক ও গণ্যমান্যদের সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, ডায়াগনস্টিক মালিক অধ্যক্ষ আজিম উল-হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডা: আশিষ দেবনাথ, ডাঃ সৌমিত্র সিনহা রায়, ডাঃ প্রিয়াংকা হালদার, থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতীফ শিকদার, ডায়াগনস্টিক মালিক ফজলুল হক মনি, সাংবাদিক মিজানুর রহমান মিজু , ডা: জলিলুর রহমান দুলাল, রনি শিকদার প্রমূখ।
Comments
আরও পড়ুন





