স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন দালাল আটক ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডায়গনস্টিক সেন্টারের দুই নারীসহ ৩ দালালকে আটক করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আলগী পাতাকাটা গ্রামের কালাম ফরাজীর মেয়ে নাজমা বেগম (২২), উপজেলার বান্ধবপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও বরগুনা জেলার পাথরঘাটার তাপস কুমারের স্ত্রী শিখা রানী (৪০)।
এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলী হাসান জানান, দীর্ঘদিন দালাল চক্র হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারেনি। হঠাৎ করে এই দালাল চক্র সক্রিয় হয়ে ওঠলে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, দালালদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





