স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ১৬জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঊর্মি ভৌমিক জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ভ্রাম্যমান আদালত পরিচলানা করেন।
এসময় তিনি সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৫ (খ) ধারা মোতাবেক এবং দন্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক দোকানদার, পথচারী, মটরসাইকেল আরোহী ও বাস ড্রাইভারের ১৬ জনকে স্বাস্থ্যবিধি না মানা ও মাক্স ব্যবহার না করায় ১২হাজার ৩শত টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি সড়ক ও জনপথের রাস্তায় কাজ করে এমন অন্তত ১শ শ্রমিকদের মাঝে তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাক্স বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক আদালত পরিচালনাকালে সকলকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চলার পরমর্শ দেন।
Comments
আরও পড়ুন





