স্বতন্ত্র ২ প্রার্থীসহ আ’লীগের ৬ নেতা বহিস্কার : বহিস্কারের এখতিয়ার রাখে না… আশরাফুর
স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের আওয়ামীলীগের মনোনায়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানসহ উপজেলা আ.লীগের নির্বাহী কমিটির ৬ নেতাকে বহিস্কার করেছে উপজেলা আ’লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টি (এরশাদ) ভাইস চেয়ারম্যান ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল) বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং ওই প্রার্থীর পক্ষে প্রচার অভিযান চালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার নেয়া হয়েছে বলে দলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়।
এদিকে স্বতন্ত্র পদপ্রার্থী আশরাফুর রহমান এ বহিস্কারকে এখতিয়ার বহি:র্ভূত বলে দাবী করেছেন।
চিঠি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা-উপজেলা আ.লীগ সদস্য আশরাফুর রহমান স্বতন্ত্র ও তার আপন ভাই উপজেলা আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ ভাইয়ের পক্ষে ডামী প্রার্থী হওয়ায়, সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ উল হক, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খানকে গত ১৩ ডিসেম্বর দলের বর্ধিত সভায় মঠবাড়িয়া আ’লীগ উপজেলা কমিটির পদ ও পদবি থেকে বরখাস্ত করে। পরে চুড়ান্ত বহিস্কার করার জন্য সুপারিশসহ জেলা ও কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ও জেলা-উপজেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য কেউ আ’লীগের একজন সদস্যকেও বহিস্কার করার এখতিয়ার রাখেনা। তাদের নির্বুদ্ধিতার জন্য এবং সাংগঠনিক জ্ঞানের অভাব দেখে আমার শুধু তাদের জন্য করুনা হয়।
Comments
আরও পড়ুন





