স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: পুলিশ জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার সাপলেজা ইউনিয়নে নলী চড়কগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজাহারুল আমীন (বিপিএম), প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, নারী ইউপি সদস্য ফাহমিদা মুন্নি, উপ-পুলিশ পরিদর্শক মানিক লাল, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী সুইটি আক্তার, মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





