স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ,যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্র কর্তৃক বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈকা দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঠবাড়িয়া থানা পুলিশ রোববার সকালে ধর্ষক রাজু ওরফে রাকিব মুন্সিকে (১৯) আটক করেছে। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রী রোববার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছে। লম্পট রাজু উপজেলার ধানিসাফা গ্রামের মো.কুদ্দুস মুন্সির ছেলে। সে ধানীসাফা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ২য় বর্ষের ছাত্র।
মামলার এজাহার সূত্রে ও ছাত্রীটি জানান, ধর্ষক রাজুর বাড়ি ও আমার নানা বাড়ি পাশাপাশি থাকার সুবাদে তার সাথে পরিচয় হয় ও মোবাইল ফোনে সম্পর্ক গড়ে উঠে। সুযোগ সন্ধানী লম্পট রাজু বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার (৮/০২/১৯)ইং, আমার মা নানা বাড়ি বেরাতে যায়। সে সময় আমি বাড়িতে একা থাকার সুযোগে লম্পট রাজু এককি আমাকে ঘরে পেয়ে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় ধর্ষক রাজু আমাকে ভয় দেখিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক রাজু দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো.শওকত আনোয়ার জানান, এ ব্যাপারে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষক রাজুকে আটক করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান ভিকটিম স্কুল ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যলয়ে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





