স্কুলের ফলক ভাঙ্গার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ার আমড়াগাছিয়ায় রাতের আধারে দুস্কৃতি কর্তৃক স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে বিদ্যালয় সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক লোক অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ আলম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চারতলা বিশিষ্ট একটি নতুন একাডেমি ভবনের বরাদ্ধ হলে স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সরকারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করার জন্য সম্প্রতি একদল দুর্বৃত্ত রাতের আধারে উক্ত নাম ফলকটি ভেঙ্গে ফেলে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ ছালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল হেলাল, শিক্ষক এমাদুল হক আকন, ইউ,পি সদস্য শহীদুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লে¬খ্য, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলায় প্রধান শিক্ষক মোঃ মাহমুদ আলম গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি সাধারণ ডায়েরী করেন।
Comments
আরও পড়ুন





