সৌদি প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের ১নং ওয়ার্ড মোমেনিয়া মাদ্রাসার পিছনের একটি বাড়ি থেকে সুমি বেগম (৩৮) নামে এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসি মোশারফ হোসেন কালুর স্ত্রী এবং ঢাকা উত্তরা এলাকার বাসিন্দা কবির মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, পারিবারিক সম্মতিতে ৪ বছর পূর্বে ঢাকায় বসে মোশারফ হোসেন কালু ও সুমি বেগমের বিয়ে হয়। বিয়ের পরপরই মোশারেফ বিদেশ যাবার পরে তার স্ত্রী নিঃসন্তান সুমি বেগম একাই মোমেনিয়া মাদ্রাসার পিছনে সৌদি প্রবাসি হাজী ওমর ফারুকের বাড়িতে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে না খুললে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ভাড়াটিয়া ঘরের উপরের টিন খুলে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে সুমি বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Comments
আরও পড়ুন





