সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার সাপলেজার দুই গ্রামে ঈদ-উল-আযাহা
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের সাথে মিল রেখে শুরেশ্বর অনুসারীরা এ বছরও মঠবাড়িয়া উপজেলার ৫ গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার মঙ্গলবার ঈদ-উল-আযহা পালন করবে। এ উপলক্ষে শুরেশ্বর দরবারের পীরের অনুসারীরা জামাতে ঈদের নামাজ আদায় করবে। গ্রামগুলো হলো- ভাইজোড়া ও কচুবাড়িয়া। শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে এ অঞ্চলে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজানের ঈদ-উল-ফিতর ও কোরবানীর ঈদ-উল-আযাহা এ দুটি ধর্মীয় উৎসব পালন করে আসছে।
ওই ইউপির সাবেক সদস্য ও বিএনপি নেতা মো: ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার তারা সৌদী আরবের সাথে সাথে তারাও ঈদ-উল-আযাহার নামাজ আদায় করবেন।
ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, দুই গ্রামের শুরেশ্বর অনুসারী কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে সৌদির সাথে মিল রেখে এ উৎসব পালন করে আসছে।
Comments
আরও পড়ুন





