সেনা সদস্যের দাপট ! পথে তারকাটার বেড়া দিয়ে মুক্তিযোদ্ধাসহ দু’পরিবারকে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সেনা সদস্য ছুটিতে এসে ক্ষমতার দাপট দেখিয়ে শত বছরের পুরানো পথে তাঁরকাটার বেড়া দিয়ে মুক্তিযোদ্ধাসহ দুই পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বসত ঘরের উঠান সংলগ্ন এ বেড়া দেয়ায় ১২ সদস্যের দুটি পরিবার গত এক সপ্তাহ ধরে অবরুদ্ধ রয়েছে। উপজেলার বেতমোর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহজাহান খান অভিযোগ করেন, চরকখালী গ্রামের নিজ বাড়ির পৈত্রিক জমিতে বাপ দাদার আমল থেকে তিনটি পরিবার বসবাস করে আসছিল। এরমধ্যে জমির মালিকানা দাবী করে ওই বাড়ীর একই বংশের আপন চাচাতো ভাই নুরুল ইসলাম ও তার ছেলে চট্টগ্রাম সেনা নিবাসের ওয়ারেন্ট অফিসার নুরুজ্জামান খান সম্প্রতি বাড়িতে এসে জমির মালিকানা দাবী করে। এক পর্যায় যাতায়াতের পথে তাঁরকাঁটা দিয়ে বেড়া দিয়ে দু’পাশে সারি সারি সুপারি গাছ রোপণ করে দখল করে নেয়।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, মুক্তিযোদ্ধা শাহজাহান খান (৭০) ও মৃত. মুক্তিযোদ্ধা জামিরুল হকের মেয়ে তাসলিমা আক্তারের (৩২) বসতঘর সংলগ্ন উঠানে পাকা পিলারে কাঁটা তাঁরের বেড়া। বেড়ার দু’পাশেই দুই হাত পর পর সুপারি চারা লাগিয়ে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে শত বছরের চলাচলের পথ জোর পূর্বক দখল করে নেয়। ফলে মুক্তিযোদ্ধাসহ দুই পরিবারের বৃদ্ধ, কোমলমতি শিশু সদস্যরা স্বাভাবিক চলাচলে ভোগান্তিতে পড়ে। এ ব্যপারে ক্ষতিগ্রস্থ শাহজাহান খান শনিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত সেনা সদস্য নুরুজ্জামান ওই জমির মালিকানা দাবী করে বলেন, মাপের পর ওই জমি আমরা পাওয়ায় কাঁটা তাঁরের বেড়া দিয়ে দখলে নিয়েছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





