সুবিধা বঞ্চিত শ্রমজীবিদের মাঝে বিত্তবানদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া পৌর শহরের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে ঘরে বসে থাকা সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
পৌরশহরের ৬নং ওয়ার্ড এলাকার ১৩/১৫ জন স্বচ্ছল ব্যবসায়ী ও প্রবাসীদের ব্যক্তিগত অর্থায়নে ২৫টি পরিবারের তালিকা করে শুক্রবার (২৭ মার্চ) রাতে তাদের বাসায় বাসায় এ ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২কেজি মশুর ডাল, ২কেজি আটা, ৫কেজি আলু, ২কেজি পিয়াজ, ১কেজি চিনি, ১কেজি সয়াবিন তেল, ১০প্যাকেট বিস্কুট, ১প্যাকেট ড্রাই কেক, ১টি হ্যান্ড ওয়াশ ও ৩প্যাকেট ওর স্যালাইন।
বিতরণ অনুষ্ঠানে নীহারিকা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ সাদিকুর রহমান, গাজী কম্পিউটারের মালিক মোঃ মাসুদ গাজী, গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর মোঃ ফিরোজ আহম্মেদ লিটেলসহ আরও অনেক স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী সাদিকুর রহমান বলেন- তাঁরা ওই রুপনগর এলাকায় ফুটপাতে চা বিক্রেতা, রিক্সাচালক ও দিমজুরসহ মোট ২৫টি পরিবারই সুবিধা বঞ্চিত ও শ্রমজীবি। বর্তমানে তারা সরকারের নির্দেশমত ঘরের বাইরে বের হতে না পারায় এবং বেকার থাকায় তাদেরকে খাদ্য সামগ্রী দেয়া হয়। তিনি আরও বলেন- তাদের এ সাহায্য যাতে কারো সম্মানহানী না ঘটে এজন্য রাতের বেলায় প্রত্যেকের বাসা বাড়িতে পৌছে দেয়া হয়।
Comments
আরও পড়ুন





