সার ও কীটনাশক ব্যবসায়িকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়ীর সীমানার জমি নিয়ে বিরোধের জেরে ইসমাইল হোসেন ফরাজি (৩৫) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়িকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। আহত ইসমাইল দক্ষিণ মিঠাখালী গ্রামের সোবাহান ফরাজীর পুত্র।
আহত সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকালে প্রতিবেশী রুহুল আমিন কবিরাজের ছেলে ইমাম কবিরাজ (২৫), রাসেল কবিরাজ (৩০) ও স্ত্রী তাসলিমা বেগম জমি বিরোধের জের ধরে পূর্ব প্রস্তুতি নিয়ে বাড়ীর সীমানার বেড়া কাটতে আসে। এসময় ইসমাইল বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইসমাইল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইসমাইলের ভাই ব্যবসায়ী জালাল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





