সাবেক ইউপি সদস্য লতিফ হত্যা মামলার ৭ আসামী কারাগারে
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার হত্যা মামলায় ৭ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের জামিন শেষে ৮ আসামী সোমবার (২ জুলাই) পিরোজপুর জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতের হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক নিহতের বড় ভাই আ. করিম হাওলাদারকে জামিন মঞ্জুর করে বাকি ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে। আসামীরা হলো- সবুজ তালুকদার, আল-আমিন, সজল, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, আকাশ মৃধা ও রিয়ান। মামলার অন্য ৭ আসামী পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রোববার ভোরে সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দিতে যাবার পথে মঠবাড়িয়া সদর ইউনিয়নের আন্ধারমানিক তুলাতলা এলাকায় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে মাহাবুবুর রহমান বাদী হয়ে ১৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
Comments
আরও পড়ুন





