সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের হানা ॥ তিন লাখ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ধানীসাফা ইউপির সাবেক চেয়ারম্যান মিয়া মো: ফারুকের তেতুলবাড়ীয়া গ্রামের বসত ঘরে অজ্ঞাত সশ¯্র দুর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় আবুল কালাম ও জাকির হোসেন নামের দু’জনকে আটক করেছে।
সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মিয়া মো: ফারুক এর বোন সুরমা বেগম (৪৮) জানান- শনিবার রাতের খাবার খেয়ে দশটার দিকে ঘুমিয়ে পড়ে। রাত সোয়া একটার দিকে বসত বাড়ীতে ৬/৭ জনের একটি দুর্বৃত্তদল বাহিরে পাহাড়া বসিয়ে ৪ জন রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। এরপর তার বড় ভাই সৌদি প্রবাসী হারুন অর রশিদ (৫২) ও তার স্ত্রী হেপী বেগম (৩৮)সহ পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে। এক পর্যায় দুর্বৃত্তরা ভাই হারুনের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে ষ্ট্রোকে রোগী ও বহু কাকতি মিনতি করলে তাকে ছেড়ে দেয়। পরে ঘরের আলমীরা ও সুকেচে থাকা নগদ ৮৫ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা জানায় বাহিরে তাদের আরও লোক পাহারায় আছে। সর্বশেষে তারা খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় আবুল কালাম আজাদ ও জাকির নামের দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





