সাফা বন্দর নির্বাচনী আমেজে ভাসছে ঃ আর মাত্র একদিন বাকী
দিলীপ মজুমদার : সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন আর মাত্র একদিন বাকী। শেষ সময়ে প্রার্থীরা মরণ কামর দিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছে। সকাল থেকে অধিক রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোট চাইছে। বৃহস্পতিবার (১৯/১০/১৭) সকাল দশটা থেকে বিরতিহীনভাবে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তিন বছর মেয়াদী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তিনজন নারীসহ মোট ৫’শ ৭জন ভোটার গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। একটি ছোট্ট ইউনিয়ন বাজারের নির্বাচন হলেও নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন সাফা বাজার নির্বাচনী আমেজে ভাসছে। পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা বাজার এলাকা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, চায়ের দোকান সর্বত্রই কে বিজয়ী হচ্ছে, কে বিজয়ী হলে ব্যবসায়ীদের মঙ্গল হবে, কার কাছে এ প্রতিষ্ঠান নিরাপদ এ আলোচনা ঘুরে ফিরে চলছে? যা জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬জন ও পরিচালক পদে মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সভাপতি পদে সদ্য বিদায়ী বণিক সমিতির সভাপতি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ আবু সাইদ (চেয়ার) ও সাবেক সভাপতি ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সওগাতুল আলম বেপারী (ছাতা), সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মাওঃ কবির আহম্মেদ (দোয়াত কলম) ও গোলাম মোস্তফা (রিকসা) একে অপরের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ৬জন পরিচালক পদের জন্য মোঃ শাহআলম খলিফা (দেয়াল ঘড়ি), মোঃ নাসির উদ্দিন (হাত পাখা), মোঃ কবির মল্লিক (খেজুর গাছ), বিভূতি সিকদার (হেরিকেন), মোঃ খোকন মিয়া (গোলাপ ফুল), মোঃ নওয়াব মিয়া (হরিন), মোঃ আবু জাফর শেখ (বাল্ব), মোঃ নাছির হাওলাদার (গাভী) ও মোঃ হেলাল উদ্দিন (কলস) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে।
এদিকে নির্বাচন নিয়ে কোন আতংক না থাকলেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সওগাতুল আলম বেপারী ও মো: আবু সাঈদ একে অপরের বিরুদ্ধে ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছে।
এ নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: এমাদুল হক জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





