সাপলেজায় ২০ পিস ইয়াবাসহ রিয়াজ ও বেল্লাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় রিয়াজ (২০) ও বেল্লাল বেপারী (২৪) নামের দুই যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৩ মে) দুপুরে উপজেলার সাপলেজা মোল্লা বাড়ির সম্মূখ সড়ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার সাপলেজা গ্রামের শাহ আলমের ছেলে ও বেল্লাল উপজেলার কচুবাড়িয়া গ্রামের জালাল বেপারীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল বাসার, এএসআই মাহাবুব, এএসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মোল্লা বাড়ীর সম্মুখে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রিয়াজ ও বেল্লালকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে রিয়াজের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও বেল্লালের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।
Comments
আরও পড়ুন





