সাপলেজায় নববধূ রহস্য জনক নিখোঁজ ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার: উপজেলার সাপলেজায় ফাহিমা বেগম (২৫) নামে এক নববধূ বিয়ের ১৯ দিনের মাথায় রহস্য জনক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার মা মমতাজ বেগম রোববার (২৪ জানুয়ারী) সকালে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। মমতাজ বেগম উপজেলার নলী চান্দুখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন চৌকিদারের স্ত্রী।
জিডি সূত্রে জানা যায়, ফাহিমা বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পর উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের বাদল মাতুব্বর নামে এক ব্যবসায়ির সাথে মাত্র ১৯ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। ফাহিমা গত বৃহস্পতিবার সন্তানের সাথে দেখা করার জন্য বাদুরতলী গ্রামে পূর্বের শ^শুর ফুল মিয়ার বাড়িতে যান। এক দিন বেড়ানোর পর শুক্রবার ওই বাড়ি থেকে বেড়িয়ে স্বামীর বাড়ি এমনকি বাবার বাড়িতেও ফিরে যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। শিঘ্রই নিখোঁজ ফাহিমা বেগমকে উদ্ধার করা হবে।
Comments
আরও পড়ুন





