সাংবাদিকরাই সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করতে পারে….. ডা: রুস্তম আলী ফরাজী এমপি

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: রুস্তম আলী ফরাজী এমপি বলেছেন, দুর্ণীতি, সন্ত্রাসসহ সমাজের অসঙ্গতি দুর করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরাই সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি সাদাকে সাদা ও কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে অনিয়ম, দূর্ণীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশেরও আহ্বান জানান। তিনি তাঁর আমলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে আরও ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছে। তিনি ব্যক্তির উদ্দেশ্যে মানহানীকর সংবাদ বর্জন করে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশন করারও আহ্বান জানান।
ডা: রুস্তুম আলী ফরাজী এমপি রোববার (৯ জুন) মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল-হক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফ উল-হক, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মজিবুর রহমান মুন্সী, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের প্রকাশক মিজানুর রহমান মিজু।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের তহবিল থেকে মঠবাড়িয়া প্রেসক্লাবের ভবন নির্মানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস আসন্ন উপজেলা নির্বাচনে কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হবে না বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ বলেন, ১৮ জুন যাতে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





