সরকারের একযুগ পুর্তি ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে সমাবেশ

স্টাফ রিপোর্টার: সরকারের একযুগ পুর্তি ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাবেশ করেছে উপজেলা আ‘লীগ। এ উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেলে এক বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আ‘লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম মিঞা।
এসময় পৌর আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম শরীফ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, হারুন আর রশিদ, নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, আ‘লীগের প্রচার সম্পাদক ফজলুল হক মনি, শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, সাবেক যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক নজরুল সোহেল প্রমূখ।
Comments
আরও পড়ুন





