সরকারী কোষাগার থেকে বেতনের দাবীতে মঠবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

দিলীপ মজুমদার : মঠবাড়িয়া পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। পৌর ভবনের সামনে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতিতে সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি পৌর সচিব হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিল্টন, পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম, কামরুন্নাহার, শিরিন আক্তার প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে^ বেতন-ভাতা পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।
Comments
আরও পড়ুন





