সংরক্ষিত আসনের কাউন্সিলের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানী সাওজাল (৫০) কে বেধরক পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মঞ্জু রানী সাওজাল বাদী হয়ে স্বপন সাওজালকে প্রধান আসামী করে ৮ জন নামীয় ও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মঞ্জু রানী সাওজাল মঠবাড়িয়া পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সবুজ নগর গ্রামের বিধান চন্দ্র সাওজালের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, একই গোষ্ঠীর ব্যবসায়ী স্বপন সাওজাল গংদের সাথে ওই নারী কাউন্সিলর মঞ্জু রানীর মন্দিরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত ২৬ মে দুপুরে নারী কাউন্সিল মঞ্জু রানী সাওজাল মন্দিরে পূজা দিতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয়। এসময় কথার কাটাকাটির এক পর্যায় পূর্ব পরিকল্পিত ভাবে নারী কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী পিটিয়ে পা, পায়ের আঙ্গুল ও হাতের আঙ্গুল ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত ফুলা জখম করে। এসময় তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, আদালতের নির্দেশ পেয়েই মামলা রেকর্ড করা হয়েছে। এ বিয়য়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





