শ্বাশুরীর তিন লাখ টাকা ছিনতাই ॥ জামাই গ্রেফতার: আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্বাশুরী তাজেনুর বেগমের তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন দিন পর আপন জামাতা কলেজ ছাত্র রুবেল হোসেনকে ঘটনার চারদিন পর ওই টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ নভেম্বর) দুপুরে জামাই রুবেলকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে পৌর সভার ৩নং ওয়ার্ডের শিক মজিবুর রহমানের বাসার পরিত্যাক্ত পাকের ঘরের বালু ভর্তি বস্তা থেকে ছিনতাই হওয়া ২ ল ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। এদিকে রোববার রাতে শ্বাশুরীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জামাই রুবেলকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত রুবেল উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আ.লতীফ (অডিটর) এর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ নভেম্বর) উপজেলার কালিকাবাড়ি গ্রামের আবুল হাসেমের স্ত্রী তাজেনুর বেগম (৪৫) দেনাদারদের টাকা পরিশোধ করার জন্য সাপলেজা ব্রাক ব্যাংক থেকে ৩লাখ টাকা ঋণ উত্তোলন করেন। পরে ঘটনার দিন বিকেলে ওই ঋণের টাকার চেক নিয়ে মঠবাড়িয়া আল-আরাফাহ ব্যাংক থেকে টাকা তুলে শহরের কাপুড়িয়া পট্টি রোড হয়ে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেটে পৌছালে জামাই রুবেলের ওঁৎ পেতে থাকা দুই সহযোগী অভিনব কায়দায় টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইয়ের নাটক সাজায়। পরে জামাই রুবেল ছিনতাইকারীদের পিছু নিয়ে নাটক সাজিয়ে কয়েক ঘন্টা কালক্ষেপন করে। এদিকে রুবেলের কাছ থেকে পুলিশ ২ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করলেও বাকী ৩০ হাজার টাকা দুই সহযোগীকে ভাটোয়ারা করে দিয়েছেন বলে পুলিশকে জানায়। এ ঘটনায় শ্বাশুরী তাজেনুর কলেজ পড়–য়া মেয়ের জামাই রুবেলকে প্রধান স্বাক্ষী করে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। টাকা উদ্ধারের পর ওই মামলায়ই রুবেলকে প্রধান ও তার দুই সহযোগীকে আসামী করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রুবেল আদালতে টাকা ছিনতাইয়ের স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





