শেরেবাংলা সাধারণ পাঠাগারের উদ্যোগে বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: পদোন্নতি জনিত বদলির কারনে মঠবাড়িয়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ কে শেরেবাংলা সাধারণ পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক নুর হোসাইন মোল্লার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জি.এম সরফরাজ, তার সহধর্মিনী মীর আবিদাত সাত্তার, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, কেএম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার, পৌরসভার সচিব হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, দেবদাস মজুমদার, তরুন কবি মেহেদী হাসান প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে শেরেবাংলা পাঠাগারের পক্ষ থেকে ফুলের তোরা, ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





