শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনুন, বিদেশী সাহায্য অব্যহত থাকবে- মহিউদ্দিন মহারাজ

স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, শেখ হাসিনাকে আবারও ভোট দিন। সরকার গঠন করার সুযোগ দিন। দেশের উন্নয়ন বিদেশী সংস্থার সাহায্য শেখ হাসিনার সরকার আমলেই পেয়ে থাকে। একমাত্র শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনুন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বিদেশী সাহায্য পাওয়া যায়। মহিউদ্দিন মহারাজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয় তুষখালী কলেজ মাঠে কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) এর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তুষখালী কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো: হেলাল মুন্সী, সংরক্ষিত সদস্য মিসেস রোকেয়া বেগম, সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার মো: গোলাম আজম, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক মিজানুর রহমান মিজুসহ সংশ্লিষ্ট ইউপির সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড়মাছুয়া ইউনিয়নের ৫শত দরিদ্র পরিবারের মাঝে (পরিবার প্রতি ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল) ত্রাণ বিতরণ করেন। সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার গোলাম আজম জানান, আগামী রমযানের মধ্যেই পৌরসভাসহ বাকী ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ত্রাণ পৌছানো হবে।
Comments
আরও পড়ুন





