শিশু সাদিকুরকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

দিলীপ মজুমদার : মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের সন্তান বিদ্যুৎ স্পর্শে আহত শিশু সাদিকুর (৭) গত ১৮দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসার আর্থিক সঙ্গতি না থাকায় ঘরের মেঝেতেই চিকিৎসাহীন অবস্থায় কাতরাচ্ছে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তৃপক্ষ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে অর্থের অভাবে বরিশাল যাওয়া হয়নি। তাই সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তার দরিদ্র মা-বাবা ও বিদ্যালয়ের শিক্ষকরা।
সাদিকুর উপজেলার সাপলেজা ইউনিয়নের ৯১ নং কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের মটর সাইকেল ড্রাইভার মিলন মিয়ার পুত্র। অভাবের সংসারের হাল ধরতে গিয়ে গত ২৪ নভেম্বর’১৭ ইং সুপারি পাড়তে গিয়ে গাছ সংলগ্ন বিদ্যুতের তারে শরীর ঝলসে যায়। ভাগ্যক্রমে বেঁচে গেলও বর্তমানে মৃত্যুশয্যায়। গ্রাম্য চিকিৎসায় বাড়িতে বসে চলছে ওর চিকিৎসা। যদি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হয় তবে যে কোন সময় নিভে যেতে পারে ওই শিশুর জীবন প্রদীপ।
ওই পরিবারের পক্ষ থেকে শিশু সাদিকুরের স্কুল শিক্ষক রিপন সিকদারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। যার মোবাইল নং- ০১৭১৭৭৯০৬৭৯।
Comments
আরও পড়ুন





