শিশুর মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নাই-ডা: রুস্তম আলী ফরাজী

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ার জাতীয় সংসদ সদস্য ডা: রুস্তম আলী ফরাজী বলেছেন, স্কুলগামী কোমলমতি শিশুদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই প্রতিটি শিশুকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। ডা: রুস্তম আলী ফরাজী বুধবার (৪ জুলাই) সকালে স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ও শিক্ষক সুমন হালদার প্রমুখ।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০২ নং গুলিসাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে। এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টে ১০২ নং গুলিসাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে।
Comments
আরও পড়ুন





