শিক্ষার মান উন্নয়নে সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ’১৯ এর পুরষ্কার বিতরণী ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাজাহান আলী শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, শাহআলম আল মারুফ, আজিম উল হক, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাশেদ, নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সুপার রুহুল আমীন, শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ও শিক্ষার মানোন্নয়নে এসডিজি বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। শেষে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরষ্কৃত করা হয়।
Comments
আরও পড়ুন





