শিক্ষার্থীদের সফলতার জন্য মাদক থেকে দুরে থাকা অপরিহার্য….পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যত জীবনে সফলতার জন্য মাদক থেকে দুরে থাকা অপরিহার্য। কেননা, মাদক আসক্তরা দেশ বা পরিবারের উন্নয়নে কোন অবদান রাখতে পারে না। সরকারী বেসরকারী চাকরি, বিদেশে শ্রমিকের কাজ নিতে মাদক আসক্তরা পুলিশ কিয়ারেন্স পাবে না। তিনি অতি সম্প্রতি পুলিশের কনষ্টেবল নিয়োগ পাওয়া মঠবাড়িয়ার জনৈক যুবক মাদক আসক্তের কারণে পুলিশের চাকুরী হয়নি উল্লেখ করে বলেন, তোমরাও ভবিষ্যতের জন্য মাদককে না বলো। তিনি পার্শ্ববর্তী বরগুনার রিফাত হত্যার রেশ ধরে নয়ন বন্ড ও ভান্ডারিয়ার বখাটে তামিমের কথা উল্লেখ করে বলেন, পিরোজপুর আর পত্রিকার শিরোনাম হতে চায়না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অংশ নেয়ার জন্য ছাত্র ছাত্রীদের আহ্বান জানান। আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে বা কোথায় যাবে সেটা নির্ভর করছে আজকের ছাত্র-ছাত্রীদের ওপর। ভোগ বিলাশ, অযাচিত ভাবে মোবাইলের অপব্যবহারের মাধ্যমে নিজেকে ঘাঁ ভাসিয়ে না দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ফেসবুকের কল্পনার জগতে থাকা বাস্তবতা থেকে দুরে থাকার সামিল। শিক্ষার্থীকে অতিরিক্ত মোবাইল ব্যবহারে ফলে নিজেকে শিক্ষা থেকে দুরে রাখছে। তিনি এ বয়সে অতিমাত্রায় মোবাইল, ফেসবুক ব্যবহারের কুফলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ইভটিজিং, মাদক নেশা, ফোনের অপব্যবহার, অপরিণত বয়সে মোবাইল ব্যবহার এবং বাল্য বিয়ে, কিশোর গ্যাং বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ বলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের প্রকাশক মিজানুর রহমান মিজু, কলেজের প্রভাষক জলিল শরীফ, এ কে শাকিল আহম্মেদ, রঞ্জিত মিত্র, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, ম্যানেজিং কমিটির সদস্য হালিম তালুকদার, ছাত্রলীগ নেতা পিঞ্জু শাহ, রেজাঊল ইসলাম সানু, শিক্ষার্থী মোঃ শফিক নুপুর আক্তার প্রমুখ।
Comments
আরও পড়ুন





