শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত ৫০ জন নারী পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আকাশ কুমার কুন্ডু।
এসময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংবাদিক মেহেদী হাসান, ইসরাত জাহান মমতাজ, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের সমন্বয়কারী শিবাজী মজুমদার শিবু, তাতীলীগ নেতা বিদ্যুৎ সাওজাল প্রমুখ।
Comments
আরও পড়ুন





