শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া থানা কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম)।
থানা প্রাঙ্গনে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এর সঞ্চালনায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক পৌরমেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এড. নাসরিন জাহান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, রাজমন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ কুমার হালদার, হিন্দু বৈদ্দ্য ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রতন কর্মকার, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল প্রমুখ।
Comments
আরও পড়ুন





