শরণখোলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা

আমিনুল ইসলাম সাগর, শরণখোলা থেকে: অবশেষে ১৫ মাস পর শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে সভাপতি ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেয়া হয়। জেলা দপ্তর সম্পাদক বাবু অম্বরিস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শরণখোলায় কেবল সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দলের নেতা-কর্মীরা জানান, ২০২০ সালের ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক হিসেবে আজমল হোসেন মুক্তা নির্বাচিত হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই ওই বছরের ৫ ডিসেম্বর সভাপতি কামাল উদ্দিন আকন মৃত্যু বরণ করেন। সেই থেকে পূর্নাঙ্গ কমিটি ছাড়া সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার একার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরপর গত একমাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিতে চমক আসছে এমন খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে হবেন এ নিয়ে দলের নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রে লোবিং চালাতে থাকে। অবশেষে শনিবার বিকেলে শরণখোলায় আওয়ামীলীগের রাজনীতিতে চমকের অবসান ঘটলো।
Comments
আরও পড়ুন





